১৯৬৫ সালে বব ডিলান তাকে ১২ বছর বয়সে একাধিকবার যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগ ওই নারীর
নোবেলজয়ী মার্কিন শিল্পী বব ডিলানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন ১২ বছর, তখন ডিলান তাকে একাধিকবার যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগ করেনি তিনি। নিউইয়র্কের চেলসি হোটেলে ডিলানের তৎকালীন অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।
শুক্রবার (১৩ আগস্ট) নিউইয়র্কের সুপ্রিম কোর্টে রাজ্যের শিশু নির্যাতন আইনে ওই নারীর অভিযোগটি গ্রহণ করা হয়।
মামলায় ওই নারী অভিযোগ করেছেন, বব ডিলান তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন, এমনকি শারীরিক নিগ্রহের হুমকিও দিয়েছেন।
৬৮ বছর বয়সী ওই নারী এখন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যে থাকেন। তার দাবি, বব ডিলানের ওই কাণ্ডে তিনি মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বিভীষিকাময় জীবন যাপন করছিলেন।
যদিও বর্তমানে ৮০ বছর বয়সী বব ডিলান এ অভিযোগ অস্বীকার করেছেন। ডিলানের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ওই নারীর ৫৬ বছর আগের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনানুগভাবে এই মিথ্যা অভিযোগ মোকাবিলা করা হবে।
মতামত দিন