আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে এসব কথা বলেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণি দাবি করেছেন, “তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” এছাড়া তার এই দুরাবস্থার জন্য দেশের গণমাধ্যমগুলোকেও দায়ী করেছেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় মঙ্গলবার (১০ আগস্ট) তাকে আরও দুদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। মিডিয়া সবকিছু দেখছে কিন্তু কিছু করছে না।”
বনানী থানায় করা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশ পরীমণি তার সহযোগী আশরাফুল ইসলাম দিপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তার ম্যানেজার সবুজ আলীকে আদালতে হাজির করে। আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি তাদের আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও এলএসডি-আইসের মতো ক্ষতিকর মাদক উদ্ধার করা হয়।
বর্তমানে সিআইডি হেফাজতে আছেন পরীমণি।
মতামত দিন