রণবীর নিজেই গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোভিড মহামারি না এলেই তারা গাট ছড়া বেঁধে ফেলতেন
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্তদের অপেক্ষার এবার শেষ হতে চলেছে। এ বছরই বিয়ে করতে যাচ্ছেন রণবীর-আলিয়া, এমনই আভাস দিলেন আরেক বলিউড অভিনেত্রী লারা দত্ত।
সম্প্রতি নতুন চলচ্চিত্র “বেলবটম”-এর প্রচারণা নিয়ে এক সাক্ষাৎকার দেন লারা। সেখানেই তিনি জানালেন এ বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন আলোচিত এই জুটি।
২০১৭ সাল থেকে প্রেম করলেও বিয়ের বিষয়ে গত বছরের আগে মুখ খোলেননি আলিয়া-রণবীর। রণবীর নিজেই গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোভিড মহামারি না এলেই তারা গাট ছড়া বেঁধে ফেলতেন।
তবে লারার এমন মন্তব্যের বিষয়ে কিছুই জানায়নি রণবীর-আলিয়া বা তাদের পরিবারের কেউ।
মতামত দিন