ঢাকাই অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার টলিউড মিশন শুরু হতে যাচ্ছে কলকাতার পরিচালক রাজর্ষি দে’র ছবিতে অভিনয় করে
ঢাকাই অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার টলিউড মিশন শুরু হতে যাচ্ছে কলকাতার পরিচালক রাজর্ষি দে’র ছবিতে অভিনয় করে। এ চলচ্চিত্রের কাজ শুরু হয় গত ১২ জুলাই অনেকটা আড়াল করেই। শুরুর গল্প শুনতে না শুনতেই শুটিং শেষ হবার খবরও মিলেছে।
জানা যায়, গত ২৮ জুলাই শেষ হয়েছে এই চলচ্চিত্রটির নির্মাণ কাজ। হাওড়াসহ বেশ কয়েকটি স্থানে টানা চলে ছবিটির কাজ। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন রাফিয়াথ রশিদ মিথিলা। শেক্সপিয়ারের অমর সৃষ্টি ম্যাকবেথের বিখ্যাত চরিত্র লেডি ম্যাকবেথের ভূমিকাতেই দেখা যাবে মিথিলাকে।
ছবিটিতে মাহিরা থেকে মায়া হয়ে উঠার সময় বিভিন্ন রূপে দেখা দেবেন মিথিলা। ১৯৮৯ সালে কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কিভাবে ঘুরে দাঁড়ায়, আল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা যোগায় অন্য নারীদের- সেই গল্পই বলবে 'মায়া'।
মিথিলা বলেন, ‘‘আমি আসলে খুব বেশি কাজ করি বলে মনে হয় না। একেবারে গল্প বা চরিত্র পছন্দ হওয়া ছাড়া। এই গল্প 'ম্যাকবেথ'-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। এতে আমি তিনটে আলাদা চরিত্রের গেটাপে কাজ করেছি। চেষ্টা করেছি প্রতিটি চরিত্রে আলাদা কিছু করার। আমার মনেহয় খারাপ হবেনা।’’
তিনি আরও বলেন, ‘‘পৃথিবীর যে প্রান্তেই থাকি, অভিনয় ছাড়া আমি থাকতে পারি না। বৈবাহিক সুত্রে এখন কলকাতাতেই থাকছি, তাই এখানেই কাজ করবো। বেশ কিছু প্রস্তাব পেয়েছি গত বছর থেকে। এই ছবিতে রাজর্ষিদাই আমার ক্যাপ্টেন। আর শুটে যাওয়ার আগে পর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছুই জানাইনি সৃজিতকে।’’
পরিচালক বলেন, ‘‘আমার মনেহয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেত না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনীর আসল চালিকাশক্তি লেডি ম্যাকবেথ। গল্পটাকে নারীক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরার চেষ্টা করেছি।’’
সিনেমায় দেখানো হয়েছে 'মায়া''র তিন সময়ের জীবনের গল্প। যেখানে উঠে আসবে নারীর ক্ষমতায়নের জন্য এক দৃশ্যায়ন। থাকবে একজন সংখ্যালঘু নেতার গল্পও। 'মায়া'য় আরও অভিনয় করবেন গৌরব, রাহুল, তনুশ্রী, কমলেশ্বরসহ আরও অনেকে।
মতামত দিন