সাড়ে চারশো মিলিয়ন ডলার (৩ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ টাকা) বাজেটের ‘লর্ড অব দ্য রিংস’ টেলিভিশন সিরিজটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টেলিভিশন সিরিজ
নিউজিল্যান্ডে শেষ হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ “লর্ড অব দ্য রিংস”-এর টেলিভিশন অ্যাডাপটেশন। ফলে সাড়ে চারশো মিলিয়ন ডলার (৩ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ টাকা) বাজেটের “লর্ড অব দ্য রিংস” টেলিভিশন সিরিজের প্রথম কিস্তি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টেলিভিশন সিরিজ।
তবে সোমবার (২ আগস্ট) শেষ হওয়া ব্যয়বহুল এই সিরিজটি উপভোগের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত।
সিনথিয়া অ্যাডাই-রবিনসন, রবার্ট অ্যারামায়ো, ওয়াইন আর্থার, ম্যাক্সিম বল্ড্রি, নাজানীন বনিয়াদি, মর্ফিড ক্লার্ক, ইসমাইল ক্রুজ করডোভা, চার্লস অ্যাডওয়ার্ডস, ট্রাইস্টান গ্রাভেলে, স্যার লেনি হেনরি, যোসেফ মউল, টাইওর মুহাফিদিন, সোফিয়া নমভেট, লয়েড ওয়েন, মেগান রিচার্ডস, ডাইলান স্মিথ, চার্লি ভাইকারস, লিওন ওয়াঢাম, বেঞ্জামিন ওয়াকার, ড্যানিয়েক ওয়েম্যান এবং সারা ওয়াঙ্গোবানির মত শক্তিশালী অভিনেতারা অভিনয় করেছেন প্রথম দফায়।
নতুন এই সিরিজ প্রথমবারের মতো জে আর আর টলকিনের ‘‘সেকেন্ড এজ অব মিডল-আর্থ’’- এর ইতিহাসকে পর্দায় নিয়ে আসছে। আপেক্ষিক শান্তির সময় থেকে শুরু করে, “দ্য হবিট” এবং “দ্য লর্ড অফ দ্য রিংস” কাহিনির হাজার হাজার বছর আগের প্রেক্ষাপট নিয়ে সিরিজটি সাজানো হয়েছে।
প্রযোজক জে ডি পাইন এবং প্যাট্রিক ম্যাকাই এক বার্তায় বলেন, “বিল্বো যেমন বলে ‘আমার মনে হচ্ছে আমি এখন নতুন যাত্রার জন্য প্রস্তুত’ তেমন আমরাও। আমরা ভক্তদের নতুন যাত্রার সুযোগ দেওয়ার জন্য অপেক্ষা করতে পারি না।”
মতামত দিন