দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে মিথিলার অভিষেক হয়েছে চলতি বছরেই, তাও এপার-ওপার দুই বাংলাতেই
টালিউডের "মায়া" চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক "ম্যাকবেথ" অবলম্বনে নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মিথিলা। রাজর্ষি দে ক পরিচালিত এ চলচ্চিত্রে তিন বয়সের তিন চরিত্রে দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, গত ১২ জুলাই থেকে হাওড়াসহ কলকাতার আশেপাশে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে। মিথিলা গত সপ্তাহে হাওড়ার বালি জেটিয়া হাউসে শুটিংয়ে যোগ দিয়েছেন।
শুটিংয়ের ফাঁকে মিথিলার সঙ্গে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন পরিচালক রাজর্ষি দে।
রাজর্ষি দে বলেন, “ছবির চিত্রনাট্য লেখার সময় মায়া চরিত্রে মিথিলাকেই ভেবেছি। মিথিলার আগের টিভির কাজগুলো দেখেছি। চিত্রনাট্য দেখার পর মিথিলা চরিত্রটা পছন্দ করেছেন।”
দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে মিথিলার অভিষেক হয়েছে চলতি বছরেই, তাও এপার-ওপার দুই বাংলাতেই। গত মার্চে তরুণ পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন মিথিলা। তবে ঢালিউডের সেই ছবিটি মুক্তির আগেই টলিউডে পা রাখলেন মিথিলা।
"মায়া" চলচ্চিত্রে আরও অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়। মিথিলার পাশাপাশি তাদের অনেকেই ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন।
মতামত দিন