অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, জনপ্রিয় অভিনেতা যশের সঙ্গে তার প্রেমবিষয়ক গুঞ্জনটি যেন অনেকটা নিশ্চিত খবরেই পরিণত হয়েছে
সন্তানসম্ভাবা ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের টলিপাড়ায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে এমনটিই জানা গেছে। যদিও নুসরাত নিজে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে ঘটা করেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে বছর না গড়াতেই টানাপোড়েন শুরু হয় নুসরাতের দাম্পত্য জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।
এদিকে, নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে স্বামী নিখিল বলেন, “আমি জানিও না নুসরাত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ।আমরা কেউ আর যোগাযোগ রাখি না। নুসরাত আর আমি অনেকদিন থেকেই আলাদা থাকি। তাও প্রায় ছ’মাস হয়ে গেল।”
তবে আনন্দবাজার ওই প্রতিবেদনটিতে জানিয়েছে, ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই টালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা যশের প্রেমে পড়েন নুসরাত। এরপর থেকেই একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দুজনে। এর পরে মরুশহরে দুজন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।
নুসরাত-যশের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই তারা এই সুখবর পেয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এরইমধ্যে নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। যদিও অভিনেত্রী কার উদ্দেশে এই বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে নেটিজেনদের অনেকের ধারণা, নুসরাতে এ বার্তা তার ‘অনাগত সন্তানের’ জন্যই!
মতামত দিন