সাংবাদিকদের সাথে দেওয়া এক আড্ডায় রণবীর নিজেই জানান এ কথা
অনেক সময় পরিচালক-অভিনেতা জুটির রসায়ন ছাপিয়ে যায় নায়ক-নায়িকা জুটিকেও। বলিউডের তেমনই এক পরিচালক-অভিনেতা জুটি অয়ন মুখার্জি-রণবীর কাপুর। দু’জনের বন্ধুত্বের সময়টাও বেশ দীর্ঘ। আর রসায়ন কেমন তার প্রতিচ্ছবি তো “এ জাওয়ানি হ্যায় দিওয়ানি”র মতো বক্স অফিস হিট চলচ্চিত্র দেখেই বোঝা যায়।
রণবীর-অয়নের গভীর এই বন্ধুত্ব দেখে রণবীরের বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর একবার মজা করে বলেছিলেন, তাদের দু’জনের একে অপরকে বিয়ে করে ফেলা উচিত।
একে অপরকে বিয়ে করার মতো পাগলামি না করলেও “বিয়ের পাগলামি” থেকে রণবীরকে ঠিকই রক্ষা করেছিলেন অয়ন। সবে মধ্য বিশের রণবীর চেয়েছিলেন বয়স ত্রিশ হওয়ার আগেই বিয়ে করে সন্তানের বাবা হতে। আর রণবীরের এমন হঠাৎ বিয়ের সিদ্ধান্ত গ্রহণ থেকে তাকে ফিরিয়ে এনেছিলেন বন্ধু অয়ন।
সাংবাদিকদের সাথে দেওয়া এক আড্ডায় রণবীর নিজেই জানান সেই দিনগুলোর কথা। কীভাবে তাকে অয়ন বুঝিয়েছিলেন হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে প্রাণ খুলে বাঁচো। নিজের একটা পরিচয় তৈরি করো। তারপর মনের মানুষের দেখা পেলে সবই হবে।
অয়নের পরামর্শ যে ভুল ছিল না তার প্রমাণ রণবীর হাতেনাতেই পাচ্ছেন। “সাঞ্জু”র মতো সুপার হিট চলচ্চিত্র, সেরা অভিনেতার পুরষ্কার আর আলিয়া ভাটের মতো জীবন সঙ্গীকে পাশে পাওয়াটা ভাগ্যেরই বটে। এবার শুধু তরুণ বয়সের ইচ্ছে অনুযায়ী বিয়ে করে সন্তানের মুখ দেখাটাই বোধহয় বাকি।
মতামত দিন