ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন বুবলী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। রবিবার (১৬ মে) অর্যন্ত হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ জন। ইসরায়েলের করা হামলার বিরুদ্ধে মুখ খুলছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। এবার প্রতিবাদকারীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী।
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউনন্টে ফিলিস্তিনে হামলার একটি ছবি পোস্ট করে ইসরায়েলের তীব্র নিন্দা করেন বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেত্রী।
বুবলী পোস্টে লেখেন, ‘‘করোনাভাইরাসের এই সময়ে যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?’’
“বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী,’’ এই আহ্বান জানিয়ে বুবলী তার পোস্ট শেষ করেন।
বুবলী বর্তমানে তপু খান পরিচালিত ‘‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। চলচ্চিত্রটিতে বুবলীর বিপরীতে দেখা যাবে শাকিব খানকে।
মতামত দিন