দলের হার কিছুতেই মেনে নিতে পারছেন উগ্র বিজেপি সমর্থক কঙ্গনা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অর্ধেকেরও বেশি ভোট পাওয়া তৃণমূল ১৯৮৭ সালের নির্বাচনে বামফ্রন্ট্রের ৫০ শতাংশের বেশি ভোট পাবার রেকর্ডকেও ভেঙ্গে দিয়েছে। এরকম টানটান উত্তেজনার মধ্যে আর কেউ কথা না বললেও কঙ্গনা রানাউত চুপ করে থাকবেন না তা অজানা নয়। যেকোনো বিষয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত এই বলিউড অভিনেতা এবার মন্তব্য করেছেন মমতা ব্যানার্জিকে নিয়ে। সাথে টেনে এনেছেন বাংলাদেশকেও।
মমতার বিজয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইট করে অভিনন্দন জানালেও দলের হার কিছুতেই মেনে নিতে পারছেন উগ্র বিজেপি সমর্থক কঙ্গনা। ক্রুদ্ধ কঙ্গনা তাই তৃণমূলের জয়ের পিছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে বাংলাদেশ আর রোহিঙ্গাদের দায়ী করেছেন।
রবিবার (২ মে) টুইটারের এক টুইটে কঙ্গনা লিখেছেন, ‘‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি। পরিস্থিতি যেমন চলছে, তাতে সেখানে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নেই। অথচ তথ্যানুযায়ী, ভারতে বাঙালি মুসলনমানরা সব থেকে বেশি দরিদ্র্য এবং সবচেয়ে দুরবস্থায় জীবন-যাপন করে। ভালো, আরেকটি কাশ্মীর তৈরি হচ্ছে।’’
কঙ্গনার টুইটের সাথে সাথে তার মন্তয়ের সমালোচনা শুরু করেন টুইটার ব্যবহারকারীরা। একজন মন্তব্য করেছেন, ‘‘বিজয়ীর অযৌক্তিক সমালোচনা করার জন্য জোর করে গায়ে পড়ে নিজেদের ব্যর্থতা ঢাকা যায় না। এতে নিজেদের অসহায়ত্ব আরও বেশি করে নজরে পড়বে।’’
যেকোনো বিষয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার ঝড় তোলায় সিদ্ধহস্ত তিনবার জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এ অভিনেতা। টুইটারে তাই কিছুদিন পরপরি নতুন ইস্যু নিয়ে হাজির হন তিনি। এমনকি বেফাঁস মন্তব্য করার জন্য পুলিশের খাতায়ও কয়েকবার নাম উঠেছে কঙ্গনার।
মতামত দিন