সম্প্রতি 'বব বিশ্বাস' চলচ্চিত্রের প্রচারণায় এসে অভিষেক জানান, টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি তার
বলিউড তারকা ও তাদের সন্তানদের জীবন-যাপন যে কোনো ব্যক্তির কাছেই ঈর্ষনীয়। প্রাসাদের মত বাড়ি, নামি-দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ। সবকিছুই তাদের নাগালের মধ্যে। তবে এত কিছু পাওয়ার ভিড়েও অনেক না পাওয়ার গল্পও রয়েছে।
এসব অপ্রিয় সত্য কথা বলার সাহস অনেকের না থাকলেও অভিষেক বচ্চনের ঠিকই আছে। তাইতো জীবনের কঠিন সময়ের কথা অকপটে বলে দিলেন অভিষেক।
সম্প্রতি "বব বিশ্বাস" চলচ্চিত্রের প্রচারণায় এসে অভিষেক জানান, টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি তার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিষেক স্মৃতিচারণ করে বলেন, "সত্য খুব কঠিন হয়। প্রত্যেক ব্যক্তিই জীবনে কঠিন সময় পার করেই বড় হয়। এমন সময় আমাদেরও পার করতে হয়েছে। টাকার অভাবে মুম্বাই, দিল্লি আর সুইজারল্যান্ডে বোর্ডিং স্কুল শেষে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি আমার। উচ্চমাধ্যমিক পাসই রয়ে যেতে হয়েছে আমাকে।"
অভিষেক আরও জানান, সেসময়ে খুব অর্থসংকটে ছিলেন তার বাবা অমিতাভ বচ্চন। অভিষেক তখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের বোস্টন বিশ্ববিদ্যালয়ে "লিবারেল আর্টস ও পারফর্মিং আর্টস" নিয়ে পড়ছিলেন।
অর্থকষ্ট মেটাতে অমিতাভ তখন "অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড" নামে প্রযোজনা সংস্থাও খোলেন। কিন্তু লোকসানের মুখে পড়ে এই প্রতিষ্ঠানটিও। সব পুঁজি খুইয়ে অভিষেককেও মাঝ পথে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে আসতে বলেন অভিতাভ বচ্চন।
পরবর্তীতে যশ রাজ ফিল্মের ব্যানারে "মোহাব্বাতে" চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন অমিতাভ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপার হিট সব চলচ্চিত্রে অভিনয় করেন বাবা-ছেলে। অর্থকষ্টও চলে যায় একসময়। তবে পড়াশোনাটা বাকিই থেকে যায় অভিষেকের।
কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত "দ্য বিগ বুল" চলচ্চিত্রের পর অভিষেক বর্তমানে ব্যস্ত আছেন "দশবি" চলচ্চিত্রের শুটিং নিয়ে। অপরদিকে ৭৮ বছর বয়সী অমিতাভ বচ্চনও নতুন প্রজন্মের সাথে পাল্লা দিয়ে করে যাচ্ছেন একেক পর এক চলচ্চিত্র।
মতামত দিন