অস্কারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ান নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নোম্যাডল্যান্ডের পরিচালক ক্লোই ঝাও
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে রবিবার (২৫ এপ্রিল) পর্দা উঠলো ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের। এবছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে "নোম্যাডল্যান্ড"। অপরদিকে চলচ্চিত্রটির অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড জিতেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।
তবে এবারের সেরা অভিনেতা হিসেবে "মা রাইনিস ব্ল্যাক বটম" চলচ্চিত্রের জন্য প্রয়াত চ্যাডউইক বোসম্যানকে আশা করা হলেও "দ্য ফাদার" চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন অ্যান্থনি হপকিন্স।
অস্কারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ান নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নোম্যাডল্যান্ডের পরিচালক ক্লোই ঝাও। ইরাক যুদ্ধ নিয়ে নির্মিত "দ্য হার্ট লকার" এর জন্য পরিচালক ক্যাথরিন বিগলোর পর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কারে ভূষিত হলেন ক্লোই।
৭৩ বছর বয়সী ইয়ুন য়ুহ-জুং "মিনারি" চলচ্চিত্রের জন্য পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। তিনিই প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান অভিনেতা যিনি অস্কার জিতেছিলেন।
অপরদিকে ব্রিটেনের ড্যানিয়েল কালুয়াকে "জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া" চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে ঘোষণা করা হয়।
এছাড়া সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে "সোল"।
মতামত দিন