একটি বিজ্ঞাপন চিত্রের জন্য একসাথে কাজ করতে যেয়ে ২০১২ সালের মন দেওয়া-নেওয়া বিরাট-তামান্নার
বিরাট কোহলি। যার নাম শুনলেই মনে আসে আনুশকা শর্মার নাম। তবে বিরাটের জীবনে আনুশকার আগেও প্রেম এসেছিল। বলিউড ও দক্ষিণের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াই বিরাটের সেই প্রেম।
তাদের প্রেমের গল্প এখন পুরোনো হলেও নতুন খবর হচ্ছে তামান্নার সাথে ব্যক্তিগত বিমানের মধ্যে দেখা মিলেছে “বিরাটের”। আর এরপরই ভক্তদের তোপের মুখে পড়েছেন সম্প্রতি কন্যার বাবা হওয়া এ তারকা।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তামান্নার পোস্ট করা একটি ছবিই এত আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়, হাতে চিপস ও কেক ভর্তি প্লেট নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তামান্না। তার পাশেই অন্য এক নারী সেই প্লেটের দিকে তাকিয়ে আছেন। আর তামান্নার পিছনের বসে আছে বিরাট। সেও তাকিয়ে আছেন থালার দিকেই।
তবে মজার বিষয় হচ্ছে, সবাই যাকে বিরাট ভাবছেন তিনি আদতে বিরাটই নন। তিনি প্রকৃতপক্ষে তামান্নার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ফ্লোরিয়ান হুরেল। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, ভারতের অধিনায়কের সাথে অনেকটাই মিল আছে হুরেলের চেহারায়।
এদিকে তামান্নার ছবিতে তার ভক্তারাও মজা করে লিখেছেন বিভিন্ন কথা। কেউ লিখেছেন, "আপনার পিছনে বিরাট কী করছেন’? আবার কেউ লিখেছে, "লোকটা কোহলির মতো দেখতে"। তবে কেউ কেউ হুরেলকে সত্যিই বিরাট ভেবে লিখেছেন, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে যাচ্ছেন তারা। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক তো বিরাটই।
উল্লেখ্য, একটি বিজ্ঞাপন চিত্রের জন্য একসাথে কাজ করতে যেয়ে ২০১২ সালের মন দেওয়া-নেওয়া বিরাট-তামান্নার। তবে এক বছরের মধ্যেই আলাদা হয়ে যান দু'জন।
মতামত দিন