আনুশকা নিজের ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের সাথে একটি ভিডিও প্রকাশ করেছেন
বলিউডের জনপ্রিয় দম্পতি আনুশকা শর্মা-বিরাট কোহলি। সবসময় হাসি-খুশী আর মজার সব কাণ্ড করে আলোচনায় থাকেন এই অভিনেতা-ক্রিকেটার জুটি। তেমনই এক নতুন ভিডিও নিয়ে এবার হাজির হয়েছেন আনুশকা।
বুধবার (৭ এপ্রিল) সকালে আনুশকা নিজের ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের সাথে একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, কোনো এক শ্যুটিং সেটে কারও সাথে কথা বলছেন বিরাট। এমন সময় বিরাটকে পিছন থেকে জড়িয়ে ধরে হঠাৎই উপরে তুলে ফেলেন আনুশকা। আর এতে অবাক হয়ে যান স্বয়ং বিরাটও। আনুশকা কীভাবে এটা করলো জানার জন্য আবারও তাকে তুলতে বলেন বিরাট।
তবে সাবধানি আনুশকা আগে বিরাটকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন বিরাট নিজে যেন লাফ না দেয়। তারপর সত্যিই বিরাটকে দু'হাত দিয়ে উপরে তুলে দেখান আনুশকা।
সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার দিয়ে "আমি কি পেরেছি?" জানতে চাইলে ভক্তরা "বাহবা" দিয়ে জানিয়ে দেন সত্যিই পেরেছেন তিনি। যদিও আনুশকার ভিডিও দেখে নাকি হাসি থামাতেই পারছেন না বিরাট।
কিছুদিন আগেই প্রথম সন্তানকে আমন্ত্রণ জানিয়েছেন এ তারকা দম্পতি। সেই কারণে অল্পদিনের বিরতি নিলেও আবারও যার যার কাজে ব্যস্ত হয়েছেন আনুশকা এবং বিরাট দুজনেই।
বিরাট গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সাথে ছিল স্ত্রী-কন্যা দুজনই। অপরদিকে আনুশকাকেও সম্প্রতি কয়েকটি ব্র্যামন্ডের জন্য কাজ করতে দেখা গিয়েছে।
মতামত দিন