গত ২০ মার্চ রাতে এক ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব নিজেই এ তথ্য জানিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও
ক্রিকেট তারকাদের নিয়ে বায়োপিক নতুন কিছু নয়। খেলার মাঠে যারা কৌশল ও প্রতিভার দাপট দেখান, উপমহাদেশের এমন অনেক তারকার জীবন কাহিনীই সিনেমার পর্দায় উঠে এসেছে।
ভারতের বলিউডে সে দেশের সাবেক ক্রিকেটার আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক নির্মিত হয়েছে আগেই। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এর উপরও সিনেমা তৈরি করা হচ্ছে।
কিন্তু বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিয়ে বায়োপিক এ পর্যন্ত নির্মিত হয়নি। অবশেষে এ বার তা হচ্ছে। বড় পর্দায় আসছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বায়োপিক। মূলত প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিবের প্রাপ্তির খাতায় যেন আরেকটি নতুন পালক যুক্ত হল।
গত ২০ মার্চ রাতে এক ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব নিজেই এ তথ্য জানিয়েছেন।
সাকিবকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, “বায়োপিকের বিষয়টি বেশ অনেক দূরই এগিয়ে গিয়েছে। এটার একটা ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছে। গল্পও প্রায় রেডি। করোনাভাইরাসের প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত।“
তিনি আরও বলেন, “যদিও সবকিছু করতে একটু সময় লাগবে, তবে আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার কাজ শুরু করব। আশা করছি ভালো কিছুই হবে।“
যদিও দেশের বেশ কিছু গণমাধ্যম হতে জানা গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামী পরিচালক। তবে তথ্যটি সঠিক কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, চলচ্চিত্রটি প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। ছবিতে মাগুরার ছেলে সাকিব আল হাসানের বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার গল্প ফুটে উঠবে। থাকবে নানা বাঁক ও উত্থান-পতনের গল্প।
মতামত দিন