টুইটারে ভক্তদের মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ খান
বলিউড অভিনেতা শাহরুখ খান প্রায়ই টুইটারে "আস্ক মি এনিথিং" বা "আমাকে জিজ্ঞাসা করুন" ট্রেন্ড ফলো করে থাকেন। ভক্তদের সাথে সরাসরি যুক্ত হবার এর থেকে ভালো উপায় আর কিই বা হবে পারে? আর ভক্তদের এসব প্রশ্নের উত্তরে অনেক মজার তথ্যও উঠে আসে।
বুধবার (৩০ মার্চ) এক ভক্তের এমনই এক প্রশ্নের উত্তরে জানালেন, স্ত্রী গৌরির সবথেকে বেশি পছন্দ করে শাহরুখের রান্না আর রান্নার পর রান্নাঘর পরিষ্কার করা। তবে এখানেও নিজের চার্মের কথা জানাতে ভোলেনি শাহরুখ। মজা করে বলেছেন, "বেশি সুপুরুষ হওয়াতেও অনেক উপকার হয়েছে তার।"
আরেক ভক্ত শাহরুখকে মেয়েদের সম্পর্কে জানতে চেয়ে বলেন, "কিশোরী মেয়েদের নিজেদের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগা নিয়ে কিছু বলুন।" তার উত্তরে শাহরুখ জানান, "নিজেকে তুলনা করো না। মনে রেখো আমরা প্রত্যেকেই অনন্য।"
এদিকে আরেক ভক্ত জানতে চেয়েছিলেন " কীভাবে মেয়ে পটানো যায়"। তার উত্তরে শাহরুখ লিখেন, "একজন মেয়ের ক্ষেত্রে 'পটানো' শব্দটা ব্যবহার করা উচিত নয়। আরও শ্রদ্ধা করা শিখুন।"
আরেক ভক্ত যখন শাহরুখকে বাথরুমে এতটা সময় ব্যয় করেন কেন জিজ্ঞাসা করেন তখন শাহরুখও এক মজার উত্তর দিয়ে বলেন, "আপনাকে একটি ভিডিও পাঠিয়ে দেবো। আপনার শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।"
আসন্ন চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইলে ভক্তদের আশ্বস্ত করে শাহরুখ জানান তিনি পরবর্তী প্রকল্পে কাজ করছেন যদিও কোনো নাম উল্লেখ করেন নি "বলিউড কিং" খ্যাত এ তারকা।
মতামত দিন