বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৫৫ বছর বয়সী এ মডেল নিজেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান
সম্প্রতি বলিউডে করোনাভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিদিনই কোনও না কোনও বলিউড তারকার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
রণবীর কাপুর, আশীস বিদ্যার্থী, সঞ্জয় লীলা বানশালি, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, সতীশ কৌশিক, আমির খান, আর মাধবন- ক্রমান্বয়ে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তালিকা। এবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্ডাস্ট্রির “ফিট অ্যান্ড হট” মডেল তারকা মিলিন্দ সোমন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৫৫ বছর বয়সী এ মডেল নিজেই আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। মিলিন্দ লেখেন, “ফলাফল পজিটিভ”। পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা, “কোয়ারেন্টিন”।
Tested positive. #Quarantine
— Milind Usha Soman (@milindrunning) March 25, 2021
এই খবরে তার ভক্তরা মর্মাহত হয়ে পড়েন এবং তাদের টুইটের মাধ্যমে মিলিন্দের দ্রুত আরোগ্য কামনা করেন।
নিজের শরীর চর্চা ও ফিট বডির জন্য ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় এ তারকা। কোভিড-১৯ মহামারি জুড়ে, মিলিন্দ সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করেছেন। তার পোস্টে প্রায়ই তার স্ত্রী অঙ্কিতা কোনওয়ার এবং মা ঊষা সোমনকে দেখা যায়।
সর্বশেষ মিলিন্দকে অল্টবালাজির সিরিজ “পৌরুষপুরে” দেখা যায়, যেখানে তিনি বরিস নামের একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করেন। এই সিরিজে প্রথমবার তিনি একটি ট্রান্সপার্সন চরিত্রে অভিনয় করেছেন ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
মতামত দিন