গত ১ মার্চ কলকাতায় রওনা দেওয়ার আগে ছবিগুলো তুলে দেন জেমস
ফারুক মাহফুজ আনাম জেমস, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত এক কিংবদন্তী। জয়া আহসান, মারিয়া নূরের পর তার সাদা-কালো ফ্রেমে বন্দি হলেন, ভীষণ আবেদনময়ী এক অন্য মিথিলা।
জেমসের তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন, “জোর গলায় বলছি, এই ছবিটি যিনি তুলেছেন তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল, বাংলা সংগীতের রক তারকা মাহফুজ আনাম জেমস ভাই।’ তিনি জানান, গত ১ মার্চ কলকাতা রওনা দেওয়ার আগে ছবিগুলো তুলে দেন জেমস।
জেমস একজন অসাধারণ মানুষ ও ফটোগ্রাফার উল্লেখ করে মিথিলা বলেন, “ফটোশুটের সময় আমরা অনেক গল্প করেছি। একসময় জেমস ভাই আর আমি একই এলাকায় থাকতাম। আমরা দুজনই খুব অবাক হলাম যে আমাদের পরিচিত এত এত মানুষ! দীর্ঘদিন একই এলাকায় থাকতাম, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি।”
ছবিটি শেয়ারের পর লাইক, কমেন্টের পাশাপাশি ভক্তদের বেশ মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
মতামত দিন