এবার হঠাৎ কারিনার উপর হতাশ তার অনুগামীরা। কারণ, তাদের দ্বিতীয় পুত্র
বলিউডের সুপারহিট তারকা দম্পতি "সাইফিনা" তথা কারিনা কাপুর ও সাইফ আলি খান। মা-বাবার পথ অনুসরণ করে তারকাখ্যাতিতে কম যান না তাদের জেষ্ঠ্যপুত্র তাইমুর আলি খানও।
তিনজনের হাসি-আনন্দ আর মজার সব কাণ্ড সবর্দাই ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন কারিনা। ভক্তরাও তাই অধীর অপেক্ষায় থাকে কখন দেখবে তাইমুর-কারিনা-সাইফের এক ঝলক।
তবে এবার হঠাৎ কারিনার উপর হতাশ তার অনুগামীরা। কারণ, তাদের দ্বিতীয় পুত্র। গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মত মা হয়েছেন কারিনা। কিন্তু এখনও পর্যন্ত গণমাধ্যমের সামনে আনেননি ছেলের মুখ। এমনকি কী নাম রেখেছেন জুনিয়র সাইফের তাও প্রকাশ করেননি এই দম্পতি। আর এতেই নাখোশ হয়েছেন ভক্তরা।
বলিউড লাইফ ডট কমের বরাত দিয়ে জানা যায়, ভক্তদের অভিযোগ, তাইমুরের বেলায় প্রথম থেকেই ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন প্রতিটি মুহূর্ত। তবে এবার কেন এই লুকোচুরি?
কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি ফিরে এসেছেন কারিনা। প্রায় প্রতিদিনই নিজের ছবি শেয়ার করছেন, কিন্তু সামনে আনছেন না কনিষ্ঠ পুত্রের মুখ।
তবে এ বিষয়ে কারিনা-সাইফ বা তাদের পরিবারের কেউ মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে, মহামারির কারণেই এত সতর্ক সাইফিনা দম্পতি।
মতামত দিন