তিন তিন বার প্রেমে ব্যর্থ হয়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খান
আজ (১৪ মার্চ) ৫৬-তে পা রাখলেন বলিউড অভিনেতা আমির খান। ভক্তরা যখন শুভেচ্ছাবাণীতে ভাসিয়ে দিচ্ছে, সেই সময়েই হঠাৎ ফেলে আসা প্রেমের কথা ভেবে আফসোস করছেন আমির।
তাইতো জন্মদিনের ঠিক আগের দিন এক "চ্যাট শো" তে জানালেন প্রেমে ব্যর্থতার কাহিনী। তাও একবার দু'বার নন। তিন তিন বার প্রেমে ব্যর্থ হয়েছেন "মিস্টার পারফেকশনিস্ট" খ্যাত এ অভিনেতা।
দুষ্টুমির ছলে আমির জানান জীবনে প্রথমবার প্রেমে পড়েছিলেন যখন তার বয়স ১০। তাও এক তরফা প্রেম। কোনদিন বলার সাহস পর্যন্ত করতে পারেননি। এরপর দ্বিতীয় প্রেমের বেলায়ও ঘটে সেই একই কাণ্ড। বয়স যখন ষোল তখন আমির তৃতীয়বারের মত প্রেমে পড়েন প্রতিবেশী রিনা দত্তের।
এবার আর আমির চুপ ছিলেন না। সাহস করে মনের কথা বলেই দেন রিনাকে। আর তারপর বাকিটা ইতিহাস। ১৬ বছরের বিবাহিত জীবনে আমির-রিনার ঘর আলো করে এসেছে এক পুত্র ও এক কন্যা। ২০০২ এ রিনার সাথে বিচ্ছেদ হয় আমিরের।
তবে বিচ্ছেদের পর একাকী জীবনে আবারও উঁকি দেয় ভালোবাসার এক পশলা মিষ্টি হাওয়া। আর সেই হাওয়ার নাম কিরণ রাও। এ হাওয়ার তোড়ে ভেসে যেয়ে দ্বিতীয় বারের মত ঘর বাঁধেন আমির। আর আর কিরণের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করেছে পুত্র আজাদ খান।
আমির খান নিজেই যেন এক বার্তা ছড়িয়ে দিলেন তার ব্যর্থতার গল্প বলে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে যেভাবেই হোক জীবনে আসবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের।
মতামত দিন