আসছে ঈদে মুক্তিপ্রত্যাশী "অন্তরাত্মা" চলচ্চিত্রের প্রথম লুক সামনে আনলেন শাকিব খান
মহামারির বৈরিতা কাটিয়ে সুবাতাস বইছে চলচ্চিত্র অঙ্গনে। "বিগ বাজেটের" সব চলচ্চিত্র নিয়ে পর্দায় নিয়ে হাজির হচ্ছেন তারকারা। তাই আসছে ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের কলাকুশলীসহ প্রায় সকলেই।
দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘ বিরতির পর ভালো কিছুর প্রত্যাশায়। সেই অপেক্ষা যে জলে যাচ্ছে না তারই ইঙ্গিত দিলেন "কিং খান" শাকিব।
আসছে ঈদে মুক্তিপ্রত্যাশী "অন্তরাত্মা" চলচ্চিত্রের প্রথম লুক সামনে আনলে শাকিব খান। সোমবার (৮ মার্চ) ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন চরিত্রের এক ঝলক দেখান তিনি। আর তাতেই বাজিমাত।
শাকিবের লুকের জোরেই "হাউজ ফুল" হয়ে যাবে দাবি করছেন তার ভক্তরা। অভিনন্দন আর প্রশংসাবানীতেও কার্পণ্য করছেন না কেউ।
এদিকে ভক্তদের এত ভালোবাসা পেয়ে আনন্দে "অন্তরাত্মা" সত্যিই পরিপূর্ণ শাকিবের। জানালেন তিনি সত্যিই অবাক হয়েছেন এত দ্রুত সবার উৎসাহ আর ভালোবাসা পেয়ে।
মতামত দিন