রণবীরের বড় চাচা রণধীর কাপুর ভাতিজার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন
বলিউড অভিনেতা রণবীর কাপুর বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন। শোনা যাচ্ছিল হঠাৎ শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি। তবে এবার জানা গেল কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
দীর্ঘ বিরতির পর প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে অভিনীত "ব্রহ্মাস্ত্র" চলচ্চিত্রের শুটিংয় মাত্রই শেষ করেছেন রণবীর। তাই তার হঠাৎ অসুস্থতার কথা শুনে বিচলিত ভক্তরাও। তারকার দ্রুত সুস্থতা কামনা করে তারা বার্তা পাঠাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও বিষয়টি অভিনেতা বা তার পরিবারের কারও বরাত দিয়ে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নি। তবে রণবীরের বড় চাচা রণধীর কাপুর ভাতিজার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রণধীর বলেন, “আশা করি ও ভাল আছে। তবে আমি নিশ্চিত নই ওর ঠিক কি হয়েছে। কেন না আমি এখন শহরে নই।”
কিছুদিন আগেই রণবীরের মা নীতু কাপুর তার নতুন চলচ্চিত্র "যুগ যুগ জিয়ো"র শুটিংয়ের সময় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর এক বিবৃতি নীতু সকলের আশীর্বাদ চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
মতামত দিন