বিয়ের পিড়িতে বসতে হলে হবু বরকে লুঙ্গি পরে আসতে হবে
১১ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড তারকা জাহ্নবী কাপুরের নতুন চলচ্চিত্র "রুহি"। চলচ্চিত্রটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা।
সম্প্রতি তার কাজ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মজার সব তথ্য প্রকাশ করেছেন ভারতীয় ম্যাগাজিন " ব্রাইডস টুডে"কে দেওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়েও খোলাখুলি আলোচনা করেছেন প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবী কন্যা।
জানিয়েছেন দক্ষিণী রীতি অনুযায়ী বিয়ে করার ইচ্ছার কথা। দক্ষিণের তিরুপাতি মন্দিরে খুব সাদামাটাভাবেই বিয়ে করতে চান জাহ্নবী। পরনে ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি, খোঁপায় ফুলের গাজরা আর শরীরে হালকা সোনার অলংকার জড়িয়েই দিনটিকে জীবনের সেরা দিন হিসেবে বরণ করবেন জাহ্নবী।
তবে চমকের এই শেষ নয়। বিয়ের পিড়িতে বসতে হলে হবু বরকে লুঙ্গি পরে আসতে হবে বলেও জানিয়েছেন "ধাড়াক" অভিনেত্রী।
মায়ের স্মৃতিকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে সামনে আরও কাজ করার ইচ্ছা এ তারকার।
মুক্তিপ্রত্যাশী "রুহি" ছাড়াও "গুড লাক জেরি" এবং "দোস্তানা টু"সহ কয়েকটি চলচ্চিত্র জাহ্নবী কাপরের হাতে।
মতামত দিন