বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে আরেকজনকে খুঁজে পাওয়া গেছে
বলা হয়, প্রতিটি মানুষেরই তার মত হুবহু দেখতে আরও সাতজন মানুষ রয়েছে। আর সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বেলায় কথাটা যে পুরোপুরি খাটে তা বলাই বাহুল্য।
সম্প্রতি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে আরেকজনকে খুঁজে পাওয়া গেছে।
পাকিস্তানি বিউটি ব্লগার আমনা ইমরানের সঙ্গে ঐশ্বরিয়ার আকর্ষণীয় সাদৃশ্য ঝড় তুলেছে ইন্টারনেট দুনিয়ায়। আমেনার শেয়ারকৃত ছবি ও ভিডিওগুলো মূহুর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।
আমনা প্রায়ই ঐশ্বরিয়ার বিভিন্ন সময়ের সাজের মেকআপ পুণরায় তৈরি করেন। এরমধ্যে "অ্যা দিল হ্যায় মুশকিল", "দেবদাস", এবং "মোহাব্বাতে"র মতো চলচ্চিত্র থেকে বিভিন্ন সাজ হুবুহু তৈরি করেছেন আমেনার।
তবে ঐশ্বরিয়ার মত দেখতে একই রকম কাওকে পাওয়ার ঘটনা এটাই প্রথম না। সালমান খানের " লাকি নো টাইম ফর লাভ" চলচ্চিত্রের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নবাগতা স্নেহা উল্লা। হুবুহু ঐশ্বরিয়ার মত দেখতে বলে ক্যারিয়ার নিয়ে বেশিদূর আগাতে পারেননি তিনি সেই আফসোসও করেছেন।
আম্মুজ আম্রুথা নামে এক টিকটক সেলিব্রিটিও ৪৭ বছর বয়সী বলিউড তারকার সাদৃশ্য নিয়ে ঝড় তুলেছিল ইন্টারনেটে। ঐশ্বরিয়ার বিভিন্ন চলচ্চিত্রের গানে টিকটক ভিডিও তৈরি করে এক মিলিয়নেরও বেশি অনুসরণকারী পেয়েছিলেন আম্মুজ। বর্তমানে শুধুমাত্র ইন্সটাগ্রামেই আম্মুজের ৪ লাখের বেশি অনুসরণকারী আছে।
সম্প্রতি "বিগ বস মালয়ালামে"র অন্যতম প্রতিযোগী সৌরিয়া মেনন কেবল ঘরের ভিতরেই তার খেলা দেখিয়ে ভক্তদের হৃদয় জয় করছেন না বরং ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে সাদৃশ্যও তার জনপ্রিয়তার অন্যতম রহস্য বলে মনে করছেন অনেকেই।
মতামত দিন