গত বছরের আগস্টে লকডাউন চলাকালীন কারিনা এবং সাইফ ঘোষণা করেছিলেন তারা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন
বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দ্বিতীয় পুত্রকে স্বাগত জানান এই দম্পতি।
কারিনা-সাইফের ঘনিষ্ঠ বন্ধু, ডিজাইনার মনীষ মালহোত্রা এবং কারিনার চাচাতো বোন রিদ্ধিমা কাপুর সাহনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করেছেন।
বলিউড অভিনেতা রণধীর কাপুর ও ববিতার মেয়ে কারিনা (৪০) শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।
কারিনার বাবা রণধীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "মা ও শিশু দু’জনেই ভালো আছেন এবং আমরা সকলেই খুব খুশি।"
গত বছরের আগস্টে লকডাউন চলাকালীন কারিনা এবং সাইফ ঘোষণা করেছিলেন তারা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন।
এই দম্পতি ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান তাইমুর আলি খানের জন্ম হয়।
তবে প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গে সাইফের আরও দুই সন্তান রয়েছে।
"বলিউডের ফার্স্ট ফ্যামিলি" নামে পরিচিত কাপুর পরিবারের মেয়ে কারিনা ২০০০ সালে "রিফিউজি" চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখেন।
অন্যদিকে সাইফ, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র।
মতামত দিন