বাস্তবে ভালোবাসার জন্য পুলিশের খাতায় নাম লেখাতে পারেন কয়জন
ভালোবাসার জন্য কত কিছুই না করতে পারেন সিনেমার নায়কেরা। তাই বলে বাস্তবে ভালোবাসার জন্য পুলিশের খাতায় নাম লেখাতে পারেন কয়জন?
এবার ভালোবাসা দিবসে তেমনই এক কাণ্ড করে বসেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। দিবসটি পালন করতে গিয়ে পুলিশের খাতায় নাম উঠেছে তার।
ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি রাতে স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়কে নিয়ে নিজের হার্লে ডেভিডসন বাইকে বেরাতে বের হয়েছিলেন বিবেক। সামাজিক মাধ্যমের যুগে ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি বাইকরাইডের রোমান্টিক সেই মূহুর্ত।
তবে নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার পর থেকেই নেটিজন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের সমালোচনার মুখে পড়েন বিবেক। কারণ, হেলমেট ও মাস্ক পরিধান না করেই বাইক চালিয়েছেন তিনি।
ট্রাফিক আইন লঙ্ঘন এবং মাস্ক না পরার জন্য ১৯ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের জুহু থানায় এফআইআর দায়ের করা হয়েছে "কৃষ ৩" খ্যাত এ অভিনেতার নামে।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশেষ পদক্ষেপ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাস্ক না পরে বাইরে বের হলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই নিয়মের ফলেই ব্যবস্থা নেওয়া হয়েছে বিবেকের ওপর। এছাড়াও তার নামে ৫০০ রুপি জরিমানাও ধার্য করা হয়েছে।
মতামত দিন