এর আগে ২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা, তবে সে বিয়ের পরিণতি ছিল মাত্র পাঁচ বছরের
বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ২০০০ সালের মিস ইন্ডিয়া ও সাবেক মিস এশিয়া প্যাসিফিক, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
এরই মধ্য দিয়ে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন এই তারকা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ে বিয়ের ঘরোয়া অনুষ্ঠান করা হবে।
এর আগে ২০১৪ সালে ব্যবসায়িক পার্টনার সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা। তবে সে বিয়ের পরিণতি ছিল মাত্র পাঁচ বছরের। ২০১৯ সালের আগস্ট মাসে সে খবর টুইট করে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
দুই বছর না যেতেই বিবাহবিচ্ছেদের অধ্যায় ভুলে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন দিয়া।
২০০১ এ পরিচালক গৌতম মেননের সিনেমা “রেহেনা হে তেরে দিল মে” তে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। শেষবার তাকে অনুভব সিনহার “থাপ্পড়” ছবিতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক কালে ওয়েব সিরিজেও কাজ করেছেন। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তেলেগু সিনেমা “ওয়াইল্ড ডগ”-এর শুটিং-এ।
মতামত দিন