শুক্রবার রাত আটটা পর্যন্ত মিলার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওসি
প্রাক্তন স্বামী পারভেজ সানজারির উপর অ্যাসিড হামলার মামলায় কণ্ঠশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ। রাজধানীর ঢাকার একটি আদালত সম্প্রতি মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১৯ সালের উত্তরা পশ্চিম থানায় অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেন সানজারি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, পরোয়ানা পাওয়ার পরে তারা মিলাকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছেন।
ওসি বলেন, “পুলিশের দুটি ইউনিট ইতোমধ্যে অভিযানে রয়েছে। এখন পর্যন্ত আমরা তার বাড়িতে এবং আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছি।”
তবে শুক্রবার রাত আটটা পর্যন্ত মিলার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওসি।
২০১৭ সালের ১২ মে মিলা ও সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছরের ৫ অক্টোবর সানজারির বিরুদ্ধে যৌতুকের মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা করেন। পরে ২০১৮ সালের ৩১ জানুয়ারি তাদের তালাক সম্পন্ন হয়।
মতামত দিন