সেসময় রণবীর ছিলেন ২৩ বছর বয়সী যুবক আর আলিয়ার বয়স মাত্র ১১!
বলিউডের সবচেয়ে আলোচিত ও প্রিয় জুটিগুলোর মধ্যে একটি হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের জুটি। পুরো বলিউডের জুড়ে তাদের জুটিটিকে নিয়ে চলে নানা আলোচনা ও সমালোচনা। বলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু যেন এই জুটি। তাদের দুইজনের মধ্যেকার বয়সের পার্থক্য বেশ এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলে বলিউড প্রেমীদের ভেতর।
তারা দু’জনও আবারও আলোচনায় এসেছেন আলিয়া ভাটের একটি সাক্ষাৎকারের পর।
এ সাক্ষাৎকারে, আলিয়া জানান, রণবীর কাপুরের সাথে তার যখন প্রথম দেখা হয়েছিল সঞ্জয় লীলা বানসালির ব্ল্যাক ছবির কাস্টিংয়ের সময়। সেসময়ে রণবীর ছবিটির একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন এবং আলিয়া তরুণ মিশেলের চরিত্রে অডিশন দিতে এসেছিলেন। পরে অবশ্য আলিয়া অডিশনে উর্ত্তীর্ণ হতে না পারলেও, সেটে বসে বেশ মজা করেছেন। প্রথম এই সাক্ষাতের সময় তার বয়স ছিল মাত্র ১১ বছর আর রণবীর তখন ছিলেন ২৩ বছর বয়সী যুবক!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, ২০২০ সালেই বিয়ে করার কথা ছিল আলিয়া ও তার। কিন্তু এরপর কোভিড -১৯ শুরু হওয়ায় তা স্থগিত করতে হয়।
তাদের শিগগিরই গাঁটছড়া বাঁধার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা!
মতামত দিন