মামলার তদন্তের জন্য কোচি পুলিশ সানি লিওনির বয়ান রেকর্ড করেছে
বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সানি লিওনি। প্রায় সময়ই নানা বিতর্কের মুখোমুখি হতে হয় এ অভিনেত্রীকে। এবার নতুন বিতর্কের সম্মুখীন হলেন তিনি।
সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সানির বিরুদ্ধে অভিযযোগ, দুটি অনুষ্ঠানের জন্য ২৯ লক্ষ টাকা নিয়েও সেখানে যাননি তিনি। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ হতে ভারতের কেরালা নিবাসী আর শিয়াস এমনটাই অভিযোগ তুললেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এই মামলার তদন্তের জন্য কোচি পুলিশ সানি লিওনির বয়ান রেকর্ড করেছে। যদিও তার বয়ান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
প্রথমে রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওনি ২৯ লাখ টাকা নিয়ে ফেরত দেননি এবং যে দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা হয়েছিল, তাতে উপস্থিতও হননি তিনি।
কোচির অপরাধ দমন শাখার সূত্র হতে জানা যায়, তিরুবনন্তপুরমে "স্প্লিটসভিলা" নামক এমটিভির একটি রিয়্যালিটি অনুষ্ঠানের শ্যুটিং এ ব্যস্ত ছিলেন সানি। সেখানেই দেখা করতে গিয়েছিল অপরাধ দমন শাখার একটি দল। ফলে বিপাকে পড়েন এ অভিনেত্রী। অবশেষে সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হওয়ার পর তার বয়ান রেকর্ড করা হয়।
মতামত দিন