রবিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্মদেন তিনি
মা হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। রবিবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্মদেন তিনি।
পিয়ার মা মাহবুবা চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন
তিনি বলেন, বর্তমানে মা ও ছেলে দুজনই ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।
এর আগে গত বছরের অক্টোবরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মা হতে যাওয়ার সুখবর ফেসবুকে জানিয়েছিলেন প্রিয়া।
ঢাকার শোবিজ তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়াও ফেলেছিলেন তিনি। এছাড়া গর্ভাবস্থা স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি পিয়া।
২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন খুলনার মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে “ভোগ ইন্ডিয়া” ম্যাগাজিনের কাভারচিত্রেও জায়গা পেয়েছেন তিনি।
এরপর র্যাম্প মডেলিং, একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপন, টেলিভিশন নাটকে অভিনয় ছাড়াও ২০১২ সালে রেদোয়ান রনির “চোরাবালি” সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর বেশ কিছু সিনেমা, নাটক, উপস্থাপনা ও সংগীতচিত্রে দেখা গেছে তকে।
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত “ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি” শিরোপা এবং মিসরে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড টপ মডেল” প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। প্রথম বাংলাদেশি নারী হিসেবে “ভোগ ইন্ডিয়া” ম্যাগাজিনের কাভারচিত্রেও জায়গা পেয়েছেন বাংলাদেশি এই মডেল।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল।
মতামত দিন