এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস বিখ্যাত বরেন্দ্রভূমি রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির অভ্যন্তরে গ্রিক-রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত ২৫০ বছরের প্রাচীন নিদর্শন ছোটকুঠির সামনে
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৯ মাস পর নতুন পর্ব নিয়ে আবারও হাজির হচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস বিখ্যাত বরেন্দ্রভূমি রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির অভ্যন্তরে গ্রিক-রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত ২৫০ বছরের প্রাচীন নিদর্শন ছোটকুঠির সামনে।
ইতিহাস থেকে জানা যায়, ব্রিটিশ শাসনামলে ছোট কুঠি ব্রিটিশ লর্ড থেকে শুরু করে ভিআইপি ও রাজকীয় অতিথিদের নিবাস হিসেবে ব্যবহৃত হতো।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর ইত্যাদির এবারের পর্বের শুটিং সম্পন্ন হয়। এটি শুক্রবার (৩০ অক্টোবর) প্রচারিত হওয়ার কথা থাকলেও ওই দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হওয়ায় অনুষ্ঠানটি একদিন আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
মতামত দিন