তবে হলগুলোকে অবশ্যই ৫০% আসন ফাঁকা রাখতে হবে। সেইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করতে হবে
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশব্যাপী সিনেমা হলগুলোকে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পুনরায় খোলার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। তবে হলগুলোকে অবশ্যই ৫০% আসন ফাঁকা রাখতে হবে। সেইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এর আগে, সিনেমা হলগুলো পুনরায় খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মতামত দিন