জনপ্রিয় এই প্রেক্ষাগৃহটি বন্ধের ঘোষণায় হতাশা দেখা দিয়েছিল রাজধানীর সিনেমাপ্রেমী মানুষের মধ্যে
রাজধানীর বসুন্ধরা সিটিতেই থাকছে আন্তর্জাতিক মানসম্পন্ন দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি ৮ম তলা থেকে সিনেমা হলটিকে সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মার্কেট কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের ডেকেছিল এবং তারা এখানেই আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেছে।”
আরও পড়ুন- চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স
বসুন্ধরা সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রুহেল আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী হওয়ার কারণে এই চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে বসুন্ধরা সিটিতে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় ১৬ বছরের পুরনো মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছ থেকে নোটিশ পাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রিয় এই প্রেক্ষাগৃহটি বন্ধের ঘোষণায় হতাশা দেখা দিয়েছিল রাজধানীর সিনেমাপ্রেমী মানুষের মধ্যে।
মতামত দিন