ছবিটি নির্মিত হচ্ছে বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহ’র দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম “ডিকশনারি”। এর নির্মাতা ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মোশাররফ করিম ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তার অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া, ছবিতে পরিচালক ব্রাত্য বসু ও তার স্ত্রী পৌলমী বসুও অভিনয় করবেন বলে জানা গেছে।
ছবিতে মোশাররফ করিম অভিনয় করবেন একজন ব্যবসায়ীর চরিত্রে। তার বিপরীতে থাকবেন পৌলমী।
“ডিকশনারি” ছবিটি নির্মিত হচ্ছে বিখ্যাত ভারতীয় লেখক বুদ্ধদেব গুহ’র দুটি ছোট গল্প “বাবা হওয়া” ও “স্বামী হওয়া” অবলম্বনে।
সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।
এর আগে “রাস্তা”, “তিস্তা” ও “তারা”র মতো ছবি পরিচালনা করেছেন ব্রাত্য। “ডিকশনারি” তার চতুর্থ ছবি।
মতামত দিন