এর আগে নায়িকা হিসেবে শুভশ্রী ও প্রিয়াঙ্কা সরকারের কাজ করার কথা থাকলেও এই মুহূর্তে সেটি নিয়ে রয়েছে অনিশ্চিয়তা
এই হলো আধুনিক গুপী-বাঘা। অবশ্য মিল শুধু নামে। তবে, এখানেও বরপ্রাপ্তি আছে। পরিচালক রঙ্গন চক্রবর্তীর এই প্রজেক্টের ভাবনা অনেক দিনের। নানা কারণে তা বাস্তবায়িত হয়নি কিন্তু এবার প্রজেক্ট ফাইলের গিঁট খুলেছে। গুপীর ভূমিকায় অভিনয় করছেন দেব আর বাঘার চরিত্রে রাহুল। আর এসব তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার।
এই নতুন গুপী-বাঘার কনসেপ্ট-স্ক্রিপ্ট সবটাই রঙ্গনের। নতুন কাহিনিতে গুপী গান করে আর বাঘা ড্রাম বাজায়। দু’জনের ইচ্ছে, তারা ব্যান্ড খুলবে। বাদ সাধে পরিবার। অতএব, বাড়ি থেকে তাদের বার করে দেওয়া হয়।
ভূতের রাজার তিনবর এখানেও রয়েছে। তবে ভূতের বদলে তা হয়ে গিয়েছে অন্যকিছু!
সত্যজিতের গুপী-বাঘা সামলে দিয়েছিল হাল্লা-শুন্ডির যুদ্ধ, হারিয়ে দিয়েছিল হীরক রাজাকে। এই ছবির গুপী-বাঘাও পৌঁছে যায় তেমনই গোলমেলে একটি জায়গায়। যার নাম হাফগানিস্তান। সেই সূত্রেই ছবির নাম “গুপী বাঘা ইন হাফগানিস্তান”।
ছবিটি করার আগ্রহ জানিয়ে দেব নিজেই নাকি যোগাযোগ করেছিলেন রঙ্গনের সঙ্গে। শোনা যাচ্ছে, তিনি ছবিটি প্রোডিউসও করতে পারেন। প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের নামও উঠে আসছে। ছবির মিউজ়িক দেবজ্যোতি মিশ্রর।
এর আগে নায়িকা হিসেবে শুভশ্রী ও প্রিয়াঙ্কা সরকারের কাজ করার কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে অনিশ্চিয়তা।
এখন দেখাই যাক একালের গোপী গায়েন আর বাঘা বায়েন দর্শকমনে কতটা জায়গা করে নিতে পারে!
মতামত দিন