তাদের দাবি, ভারতীয় সংবিধানের ৫১ এ এইচ ধারা লঙ্ঘন করা হয়েছে দাদাগিরি’তে। এই ধারায় ভারতীয়দের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবোধ গড়ে তোলার কথা বলা হলেও এই রিয়্যালিটি শো ভূতের অস্তিত্বের কথা বলে সংবিধানকে লঙ্ঘন করেছে!
ভারতীয় চ্যানেল জি বাংলার অনুষ্ঠান দাদাগিরি’তে বিজ্ঞানবিরোধী অলৌকিক বিশ্বাস ছড়ানো হচ্ছে! এমনই অভিযোগ তুলে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত রিয়্যালিটি শোটির বিরুদ্ধে মামলা করেছে ‘পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ’ নামের একটি সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, দাদাগিরি’র বিশেষ একটি পর্ব প্রচারের আগেই আদালতে মামলা দায়ের হয়। আর প্রচারের পর সেই মামলার সঙ্গেই বেশকিছু তথ্য সংযোজন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে এক নারী প্রতিযোগী দাবি করেন, তিনি প্যারানরমাল ইনভেস্টিগেটর। তারা কয়েকজন সদস্য মিলে ভূতের অস্তিত্বের সন্ধান করেন। সেই প্রসঙ্গেই একটি ভূতুড়ে অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
আগে বিভিন্ন জায়গায় নিজের ভৌতিক অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সৌরভ। এবার ওই নারীর দাবির সঙ্গে সহমত পোষণ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকে বিষয়টি নিয়ে সরব হন। এতে যুক্তিবাদী ভাবনায় আঘাত লাগতে পারে বলে অভিযোগ তোলেন অনেকে। সৌরভের মতো একজন রোল মডেল কী করে এমন ভাবনাকে ইন্ধন দিচ্ছেন, তানিয়ে কটাক্ষও করেন অনেকে।
এমন জনপ্রিয় অনুষ্ঠানে এই ধরনের অবৈজ্ঞানিক দাবির মাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
তাদের দাবি, ভারতীয় সংবিধানের ৫১ এ এইচ ধারা লঙ্ঘন করা হয়েছে দাদাগিরি’তে। এই ধারায় ভারতীয়দের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। অথচ এই রিয়্যালিটি শো ভূতের অস্তিত্বের কথা জোরের সঙ্গে বলে সংবিধানকে লঙ্ঘন করেছে!
হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিবৃতি জারি করে জি বাংলার এই শোয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা।
মতামত দিন