মূলত ‘পাসওয়ার্ড’ ছবির সাফল্যে অনুপ্রাণিত হয়েই নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন শাকিব খান। আর সেখানে ভক্তদের তিনি কোয়েল মল্লিকের সঙ্গে জুটি উপহার দিতে যাচ্ছেন
‘পাসওয়ার্ড’ এর পর এবার ‘হ্যাকার’ নিয়ে আসছেন শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। যেখানে শাকিব খানের বিপরীতে জুটি বাঁধবেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। এর আগে ওপার বাংলার শ্রাবন্তী, নুসরাত, পায়েলসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাকিব। তবে এই প্রথমবার কোয়েলের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের এই সুপারস্টারকে।
‘হ্যাকার’ ছবির সহযোগী প্রযোজক মোহাম্মাদ ইকবাল। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি নিউজ।
মূলত ‘পাসওয়ার্ড’ ছবির সাফল্যে অনুপ্রাণিত হয়েই নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন প্রযোজক শাকিব। আর সেখানে ভক্তদের তিনি উপহার দিতে যাচ্ছেন কোয়েল মল্লিকের সঙ্গে জুটি। কোয়েলের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি হবে।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হবে। এখানে আপাতত শাকিব-কোয়েলের পাশাপাশি চূড়ান্ত হয়েছেন ভিলেন চরিত্রে মিশা সওদাগর।
মতামত দিন