পরিবার-পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই জন্মদিন পালন করেছেন বলিউডের এই নায়িকা
গতকাল ছিল আলিয়া ভাটের ২৬তম জন্মদিন। পরিবার-পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই জন্মদিন পালন করেছেন বলিউডের এই নায়িকা। উপহারও পেয়েছেন অনেক। কিন্তু প্রেমিকার জন্মদিনে তাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন রণবীর কাপুর। জন্মদিনের উপহার হিসেবে ঠিক করেছেন আলিয়াকে নিয়ে বেড়াতে যাওয়ার।
আমেরিকার কলোরাডোতে মাউন্টেন স্কি রিসর্টে আলিয়াকে নিয়ে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছেন রণবীর। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ছবি ‘কলঙ্ক’-এর টিজার। তার প্রচারে আপাতত ব্যস্ত নায়িকার ব্যস্ততা শেষ হলেই দুজন ছুটিতে যাবেন সেখানে।
রণবীর-আলিয়ার প্রণয়ের খবর এখন অবশ্য পুরনো হয় গেছে। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ক্যামেরার পেছনেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই জুটির। এরপরেই আলিয়াকে কাপুর পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে নতুন বছরকে স্বাগতম জানাতে দেখা যায়।
মতামত দিন