কক্সবাজারে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কারণ তার ‘একটু প্রেম দরকার’
কক্সবাজারে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কারণ তার ‘একটু প্রেম দরকার’। তবে এই প্রেম অবশ্য কোনও নারীর জন্য নয়, শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিংয়ের জন্যই সেখানে যাচ্ছেন তিনি। ৮ থেকে ১০ ফেব্রুয়ারি কক্সবাজারে ছবির শুটিংয়ের কাজ করবেন শাকিব।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন। এই মুহূর্তে সিনেমার শুটিং প্রায় শেষের পথে।
প্রসঙ্গত, ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিটির কাজ শুরু হলেও পরে নাম পরিবর্তন করে ‘একটু প্রেম দরকার’ রাখা হয়।
এই নিয়ে শাহীন সুমন পরিচালিত ২১তম চলচ্চিত্রে কাজ করছেন শাকিব খান। এর আগে বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী।
শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।
মতামত দিন