আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিংয়ের কাজ
বিখ্যাত তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র রিমেক ‘কবির সিং’ এর শুটিংয়ে অংশ নিতে ভারতের দেরাদুনে রয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। ‘কবির সিং’- সিনেমার শুটিং ইউনিটের সদস্যরা উঠেছেন স্থানীয় একটি হোটেলে। শুক্রবার (২৫ জানুয়ারি) সেখানে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় মারা গেছেন জেনারেটর অপারেটর রাম কুমার (৩৫)।
আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিংয়ের কাজ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘কবির সিং’ সিনেমার শুটিং ইউনিটে জেনারেটর অপারেটরের কাজ করতেন রাম কুমার। জেনারেটরে তেলের পরিমাণ দেখতে গিয়ে আচমকা জেনারেটরের ফ্যানে আটকে যায় রামের মাফলার। ফলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানেই মারা যান তিনি।
চলচ্চিত্রের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ এক বিবৃতিতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত রাম কুমারের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে।
মতামত দিন