ট্রাকচালকের নির্মমতায় গুরুতর আহত হওয়ার পর অহনাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মডেল-অভিনেত্রী অহনা। নিজেই জানিয়েছেন শারীরিক অবস্থার কথা। গণমাধ্যমকে তিনি বলেন, আমি খুব অসুস্থ। পিঠের ব্যথা কমছেই না। রক্তে জীবাণু ছড়িয়ে পড়েছে। এমআরআই করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কী হয়েছে।
গত ৯ জানুয়ারি রাজধানীর উত্তরায় ট্রাকচালকের নির্মমতায় গুরুতর আহত হওয়ার পর অহনাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরেগত ৯ জানুয়ারি ভোর ৪টার দিকে শুটিং শেষে বাসায় ফেরার পথে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়।
এ সময় ড্রাইভিং সিট থেকে নেমে অহনা প্রতিবাদ করে ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্কে জড়ান।
এরপর অহনা ট্রাক চালকের পাশের দরজা দিয়ে উঠে তাকে নামতে বললে দরজায় ঝুলন্ত অবস্থায়ই চালাতে শুরু করেন ওই চালক। ঝুলন্ত অবস্থায় ৭ নম্বর সেক্টর থেকে অহনাকে নিয়ে ১২নম্বর সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাকচালক গাড়ি থামাতে বাধ্য হন। সেসময় সজোরে ব্রেক কষলে ছিটকে পড়ে মারাত্মক আহত হন অহনা।
স্থানীয়রা আহত অভিনেত্রীকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই দুর্ঘটনার সময় সঙ্গে থাকা অহনার বোন উত্তরা থানায় একটি মামলা করেন। তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই এই অভিনেত্রীর চিকিৎসা চলছে।
মতামত দিন