টলিউডে শাকিব-শ্রাবন্তী জুটির জনপ্রিয়তা এখন পর্যন্ত তুঙ্গে।
শাকিব খান ও শ্রাবন্তী প্রেম করছেন। এমনকি শোনা গেছে, টলিউড সহকর্মীরা নাকি মজার ছলে শ্রাবন্তীকে ‘শ্রাবন্তী খান’ বলেই ডাকছেন।
কিন্তু জানতে চাইলেই শাকিব-শ্রাবন্তী এসবকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিচ্ছেন।
এ নিয়ে কলকাতার বেশকিছু পত্রপত্রিকায় লেখালেখি হলেও এ ব্যাপারে শাকিব খান কিন্তু একেবারেই চুপ!
শাকিব খান বলেন, “দেখুন,কাজ করতে গেলে একটু-আধটু প্রেমের কথা রটবেই। এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এটা বলিউডেও হয়”।
বলিউডে এরকম প্রেমের গল্প প্রায়শই তৈরি হয় তা ঠিক কিন্তু সেটা দেখা যায় কোনো ছবি রিলিজের আগ দিয়ে। তবে শাকিব খান-শ্রাবন্তীর নতুন কোনো চলচ্চিত্রের খবর কিন্তু চলছেনা এখন।
প্রসঙ্গত, শাকিব খান অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর যেমন আর কোন বন্ধনে আবদ্ধ হননি, বিয়ে-সংসার বিচ্ছেদের পর শ্রাবন্তীরও তেমনটাই। এদিকে ফেসবুক লাইভেও শাকিব-শ্রাবন্তী একে অপরকে সিঙ্গেল বলে মজা করে থাকেন। বলে রাখা ভাল, টলিউডে এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে শাকিব-শ্রাবন্তী জুটিটাই সবার আগে।
এখন অপেক্ষায় থাকতে হবে এই জুটির ভক্তদের রটনা-ঘটনার খোলাসার জন্য।
মতামত দিন