শুক্রবার ডিনার করতে নিয়ে একটি ছবি টুইট করে কোহলি লিখলেন, ‘খাওয়ার সময়, সেরার সঙ্গে …।’
ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের সিরিজ শেষ,ক’দিন বাদে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা সময়টা কাটাচ্ছেন পরিবারের সান্নিধ্যে। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় চলে এসেছেন তারকা যুগল বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
সম্প্রতি কোহলি ও আনুশকা লিডস থেকে লন্ডনে গেছন ট্রেনে করে। দুজনকে একসঙ্গে শপিং করতে দেখা গেছে। আর শপিং শেষে ইংল্যান্ডের রাস্তায় গাড়িতে তোলা ছবি টুইট করেন কোহলি। আর সেটাই নজর কাড়ে সবার।
— Virat Kohli (@imVkohli) July 19, 2018
শুক্রবার ডিনার করতে নিয়ে একটি ছবি টুইট করে কোহলি লিখলেন, ‘খাওয়ার সময়, সেরার সঙ্গে …।’
Meal with the bestest! ♥️♥️♥️ pic.twitter.com/4UwGbHxIyE
— Virat Kohli (@imVkohli) July 20, 2018
এসব দেখেই অনেকে ইতোমধ্যে বলেও ফেলেছেন, ’বিরুশকার নয়া প্রেম যেন ঝড় তুলেছে’।
মজার ব্যাপার, এই ক’দিন আগেই কিন্তু নতুন হেয়ার স্টাইল নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ ঠাট্টার শিকার হয়েছিলেন কোহলি।
গত মঙ্গলবার আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন কোহলি। সেই ছবিতে দেখা গেছে,ভারতীয় অধিনায়কের গালে চুম্বন দিচ্ছেন বলিউড তারকা।
Day out with my beauty! 🤩♥️@AnushkaSharma pic.twitter.com/ksurAb0VQH
— Virat Kohli (@imVkohli) July 10, 2018
আর এই ছবি টুইট করার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে পুরো দুনিয়া। শুধু চুম্বন নয়,নতুন হেয়ার স্টাইলের কারণে ভাইরাল হয় ছবিটি।
মতামত দিন