এবার দল পাল্টে জাতীয় পার্টির হয়ে কাজ করবেন সংগীতশিল্পী শাফিন আহমেদ।
জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি জানানো হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন সংগীতশিল্পী শাফিন আহমেদ।
একান্ত সাক্ষাৎকারে শাফিন ঢাকা ট্রিবিউনকে জানান, ‘আপনারা সবাই জানেন, আমি দেশের কল্যাণের জন্য কাজ করতে আগ্রহী, বিগত দুই বছর ধরে আমি তা করে আসছি। আমি বিশ্বাস করি জাতীয় পার্টি একটি বড় প্ল্যাটফর্ম যেখানে আমি দেশের জন্য কাজ করতে পারব’।
শাফিনের যোগদানে হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করে জানান, বিশিষ্ট শিল্পী শাফিন আহমেদ যোগ দেওয়ায় জাতীয় পার্টিতে আরো অনেক সাংস্কৃতিক কর্মী যোগ দিতে উদ্বুদ্ধ হবেন।
এরশাদের সাথে শাফিন আহমেদ
একাদশ নির্বাচন প্রসঙ্গে পার্টির চেয়ারম্যান জানান, আগামী নির্বাচনে ৩০০ আসনেই অংশ নিতে প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে।
প্রেসিডেন্ট পার্কে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন ব্যান্ড তারকা শাফিন। সেই দলের হয়ে গেলো সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি।
এর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসে’র সঙ্গেও সম্পৃক্ত ছিলেন শাফিন।
মতামত দিন