বাজারে আসছে সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন মিউজিক ভিডিও।
মাল্টি-ন্যাশনাল কোম্পানির একটি প্রকল্প বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে জায়গা দখল করে গ্রাম জ্বালিয়ে দেয়ার জন্য প্রস্তাব গ্রহণ করেন এক ডনের প্রেমিকা। তবে ডন জানতে পারলে সে প্রস্তাব অগ্রাহ্য করেন। প্রতিশোধকাতর প্রেমিকা তখন ডনকে নানা ভাবে বিপাকে ফেলে কাজ আদায়ের চেষ্টা করতে থাকে। এরপর?
বাকিটা জানতে অপেক্ষা করতে হবে মিউজিক ভিডিওটি প্রকাশ করা পর্যন্ত।
এ মিউজিক ভিডিওতে ডন চরিত্রে দেখা যাবে স্বয়ং আসিফ আকবরকে। আর প্রেমিকা চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
আসিফ আকবর বলেন- “গান এবং ভিডিও দুটোর কাজই সুন্দর হয়েছে। মৌসুমী হামিদ এবং আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন।”
মিউজিক ভিডিওটির শুটিংয়ে ব্যবহার করা হয়েছে আসল পিস্তল। কন্ঠশিল্পী আসিফ বলেন, “আমি যে পিস্তলটি ব্যবহার করেছি তা বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণ জয়ী শুটার আসিফ হোসেন খানের। আসিফকে বিশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।”
মৌসুমী হামিদ বলেন, “গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে আমাকে এবং আসিফ ভাইকে। গানটির অডিওটা সুন্দর, ভিডিওতে সিনেমাটিক ফিল পাবে দর্শক।”
তরুন মুন্সীর কথা, সুর ও সঙ্গীতায়োজনে এবং ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এর প্রযোজনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। ‘আগুন পানি’ শিরোনামে গানটি আগামী ৫ জুলাই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
মতামত দিন