ছবির দৃশ্যধারণে শাহবাগে পুড়লো আস্ত বাস।
রাজধানীর ব্যস্ততম পয়েন্ট শাহবাগ চত্বর। যাত্রীবাহী একটি বাসে আচমকা হামলা। ছুঁড়ে দেওয়া হলো পেট্রোল বোমা। মুহূর্তেই বাসে ছড়িয়ে পড়লো আগুন। জ্বলে পুড়ে একাকার হয়ে গেল বাসটি। ঘটনা স্থলে হাজির টিভি চ্যানেলের ক্যামেরা-রিপোর্টার। অবশেষে ফায়ার বিগ্রেড ও স্থানীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলো।
এমন চিত্র দেখা মেলে বলিউড কিংবা হলিউডের সিনেমার শুটিংয়ে। তবে, এমন চিত্র ঢালিউডের শুটিংয়ে ঘটে তাহলে অবাক হওয়ার কিছু নেই।
সম্প্রতি এমন ঘটনা ঘটলো সিনেমার শুটিংয়ে। আস্ত একটি বাস পুড়িয়েছে ‘দহন’ চলচ্চিত্রের ইউনিট। আর সেখানে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া বারী মম। গল্পের প্রয়োজনেই এমনটা করা বলে জানালেন এর পরিচালক রায়হান রাফী।
‘চলচ্চিত্রটির বিষয়বস্তু হলো আগুন সন্ত্রাসকে নিয়েই। কয়েক বছর আগে আমাদের দেশে এমন ঘটনার শিকার হয়েছে সাধারন মানুষ। মানুষের জীবন হয়ে গিয়েছিল সবচেয়ে অনিরাপদ। ছবিতে এমন গল্পই তুলে ধরা হয়েছে। আর এটি পর্দায় উপস্থাপন করতে আস্ত বাস পোড়াতে হয়েছে আমাদের’ এমনটাই জানানেন নির্মাতা, রায়হান রাফী।
জানালেন, গত ২২ জুন শাহবাগে ছবির দৃশ্যধারণ হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল নাগাদ এটি চলেছে। আর এতে ব্যবহার করা হয়েছে সত্যিকারের একটি বাস!
‘দহন’ ছবির অন্যতম দুটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি আছেন সাংবাদিকের ভূমিকায়। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
মতামত দিন