ঈদের দিন বিকেল থেকে ইউটিউবে দেখা যাবে আশনা হাবিব ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘ভয়ংকর সুন্দর’।
অনিমেষ আইচ পরিচালিত এ চলচ্চিত্রের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান, ‘ছোট পর্দায় মুক্তি উপলক্ষে নতুন একটি ট্রেলার তৈরি করা হয়েছে। টিভিতে প্রচারের পরপরই এটা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’ তবে ইউটিউবে মুক্তির আগে দুপুর ২টায় আরটিভিতে প্রচারিত হবে চলচ্চিত্রটি।
এর আগে ২০১৭ সালের ৪ আগস্ট সারাদেশে মুক্তি পেয়েছিল ‘ভয়ংকর সুন্দর’। মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন, সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন অনিমেষ আইচ। আর এর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
মতামত দিন