এই গতি এখন আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান
ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতি জয় করেই বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে তার ছন্দে ফিরে আসছে। বিশ্ব মোড়লরা সহজে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে না পারায় অর্থনেতিক পুনরুদ্ধারের এই প্রক্রিয়া আরও গতি অর্জন করে উঠতে পারেনি। তা সত্ত্বেও বাংলাদেশের মাথা পিছু আয়ের প্রবৃদ্ধি গতো দু’বছরে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছিল। এই গতি এখন আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
গতিময় আধুনিক কৃষি, প্রবাসী আয় এবং রপ্তানির ওপর ভর করেই বাংলাদেশের অর্থনীতি এই শক্তিমত্তা দেখাচ্ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
শনিবার (৯ অক্টোবর) বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজিত “কোভিড পরবর্তী কৃষির ভূমিকা” বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করার সময় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “গত পাঁচ বছর ধরেই মাথাপিছু আয় বৃদ্ধির বিচারে এশিয়ার সবচেয়ে গতিময় দেশটির নাম বাংলাদেশ।করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ৭.৮%। চীনে এই বৃদ্ধির হার ৬.৯%, ভারতে ৩.১% এবং ভিয়েতনামে ৪%।”
কৃষির অসামান্য সমর্থন ছাড়াও রপ্তানি ও প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ার কারণে প্রচুর টাকা গ্রামে যাচ্ছে। তাই গ্রামের অর্থনীতিতে ভোগ বেড়ে চলেছে। গ্রামে কৃষি মজুরিও বাড়ন্ত। আর সেখানে মোট আয়ের ৬০%আসছে কৃষি সংশ্লিষ্ট অকৃষি খাত থেকে। গ্রামের অর্থনীতি আধুনিক ও বহুমুখি হবার পেছনে এই অকৃষি আয়ের ভূমিকা অসামান্য বলেও জানান তিনি ।
বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে গ্রামের মানুষের এই বাড়ন্ত ভোগ প্রবণতা। তবে করোনাভাইরাস না এলে গ্রামে বিনিয়োগ আরও বাড়ত।
আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর, বিশেষ করে মোবাইল ভিত্তিক আর্থিক সেবা, বাংলাদেশের সার্বিক অর্থনীতির এই গতিময়তাকে করোনাভাইরাস পরিস্থিতি সমর্থন জুগিয়েছে।
বিশ্ব ব্যাংকের বরাত দিয়ে তিনি জানান, এ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হবে ৬.৪%। কয়েক মাস আগেও এর চেয়ে ঢের কম বলেছিল। এডিবি বলেছে, আমাদের প্রবৃদ্ধি হবে ৬.৮%। স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক কয়েকদিন আগে বলেছে এই হার হবে ৭.২%।
অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, “আমি মনে করি প্রবৃদ্ধির হার সাত শতাংশের বেশিই হবে।এই প্রবৃদ্ধি যেন অন্তর্ভুক্তিমূলক হয় সেজন্য কৃষি, এমএসএমই এবং সবুজ উদ্যোক্তাদের জন্য সহায়ক হয় সেদিকে খেয়াল রাখা বেশ জরুরি।”
চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি সাত শতাংশের বেশি হবে আশাবাদ জানিয়ে ড. রহমান বলেন, “ব্যক্তিখাতে বিনিয়োগ যাতে আরও বাড়ে সেদিকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে বাড়তি মনোযোগ দিতে হবে। এক কোটি তিরিশ লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের যে সমর্থন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন তার ইতিবাচক প্রভাব আমাদের অর্থনীতিতে পড়েছে।”
তবে সামাজিক পাটাতনের নীচের দিকের মানুষগুলোর কাছে সরকার সামাজিক সুরক্ষা দিলেও এদিকে আরও সমর্থনের প্রয়োজন রয়েছে। নতুন করে প্রণোদনার রোডম্যাপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
মতামত দিন