অননুমোদিত অ্যাপ ব্যবহার করে উচ্চ সুদে অবৈধভাবে ঋণ দিয়ে গ্রাহকদের প্রতারিত করে আসছিল তারা
অননুমোদিত অ্যাপ ব্যবহার করে উচ্চ সুদে অবৈধভাবে ঋণ দেওয়ার অভিযোগে রাজধানীতে একটি প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ইমানুয়েল এডওয়ার্ড গোমেজ, আরিফুজ্জামান, শাহিনুর আলম ওরফে রাজিব, শুভ গোমেজ এবং মো. আকরাম।
গ্রেপ্তারের সময়ে পুলিশ তাদের কাছ থেকে একটি গাড়ি, ৯টি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড, ৪টি ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করেছে।
অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমকে জানান, গোয়েন্দারা ৫ ও ৬ অক্টোবর ঢাকার ধানমন্ডি, বনানী ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তারা ক্যাশম্যান, টাকালা, ব্যক্তিগত ঋণ অনলাইন, র্যাপিডক্যাশ- কুইক অনলাইন ই-লোনস অ্যাপ, অমরক্যাশ-ব্যক্তিগত ঋণ অনলাইন, ক্যাশক্যাশ-ফাস্ট লোন অনলাইন এবং ক্যাশক্যাশের মতো ব্যক্তিগত অননুমোদিত অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করে আসছে।
এছাড়া, গ্রেফতারকৃতরা সরকারি অনুমোদন ছাড়াই থান্ডার লাইট টেকনোলজি লিমিটেড, নিউ ভিশন ফিনটেক লিমিটেড এবং বেসিক ডেভেলপমেন্ট সোসাইটি নামে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করে বলে জানান তিনি।
পুলিশ প্রধান আরও জানান, ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে এক ভুক্তভোগীর মামলা দায়েরের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা সাইবার এবং ডিবি পুলিশের বিশেষ অপরাধ বিভাগ মামলাটি তদন্ত করছে।
মতামত দিন